About
যাদের জন্য আমাদের এই আয়োজন
আমাদের মাদরাসা সেই সব মা-বোনদের জন্য যারা কুরআন-সুন্নাহর প্রতি অন্তর্দৃষ্টি ও ভালোবাসা পোষণ করেন এবং তাদের জীবনে ইসলামের আলো প্রতিষ্ঠা করতে আগ্রহী। যারা ইসলামকে সর্বোচ্চ ভালোবাসেন, সহীহ আকীদায় বিশ্বাসী, এবং সঠিক ইসলামী আচার-ব্যবহার ও শিষ্টাচার অনুসরণ করতে চান। আমাদের উদ্দেশ্য হল এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে মা, বোন ও মেয়ে সবাই ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে পারেন এবং সেই জ্ঞানের আলোয় নিজেদের জীবন গড়তে পারেন।
আমরা চাই, এই মাদরাসার মাধ্যমে এমন দ্বীনি নারী গড়ে উঠুক যারা কেবল ব্যক্তিগত জীবনে নয়, বরং সমাজ ও জাতির জন্যও একটি আলোকিত দৃষ্টান্ত স্থাপন করবে। সাহাবিয়া ও আসলাফের পদাঙ্ক অনুসরণ করে ইসলামী শিক্ষা ও নীতির প্রতি পূর্ণ আস্থার সাথে তারা আল্লাহর পথে আত্মনিয়োগ করবে। আমাদের লক্ষ্য শুধু ইসলামী জ্ঞান অর্জনই নয়, বরং আল্লাহর রাস্তায় একটি শক্তিশালী, নৈতিক এবং আধ্যাত্মিক ভিত্তি স্থাপন করা।
একজন আদর্শ মা গড়ার কাজ, যা শুধু পরিবারের উন্নতি নয়, পুরো সমাজের অগ্রগতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে, আমাদের মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, আদর্শ মা গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ জাতি গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবো। এবং এই মহৎ লক্ষ্যকে বাস্তবায়ন করতে, আমরা সবার সাথে একযোগভাবে কাজ করতে প্রস্তুত।
মিশন
ইসলামী শিক্ষা ও নীতির আলোকে মা, বোন এবং মেয়েদের জীবনে কুরআন-সুন্নাহর বাস্তব প্রয়োগ শেখানো, তাদের দ্বীনি জ্ঞান ও নৈতিক উন্নতি সাধন করা এবং আদর্শ মা, আলেমা ও দাঈ গড়ে তোলা।
ভিশন
সমাজে ইসলামী শিক্ষায় আলোকিত ও নৈতিকভাবে শক্তিশালী নারী তৈরি করা যারা নিজের পরিবার, সমাজ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এবং ইসলামের সঠিক পথ অনুসরণ করে তাদের জীবন পরিচালিত করবে।
ভ্যালু
- ইসলামের প্রতি ভালোবাসা ও বিশ্বাস
- সহীহ আকীদা ও শিষ্টাচার
- নির্ভরযোগ্য শিক্ষা ও আধ্যাত্মিক উন্নয়ন
- মেধা, নৈতিকতা ও সমাজসেবা
- আদর্শ মা গড়ার প্রচেষ্টা